ঋতাভরী চক্রবর্তী ‘ব্রহ্মা জানেন গোপন কম্মোটি’ ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করবেন। এই ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করছেন ঋতাভরী চক্রবর্তী এবং কবির সিং খ্যাত অভিনেতা সোহম মজুমদার। সোহম মজুমদার কবির সিং ছবিটিতে শাহিদ কাপুরের বন্ধুর চরিত্রে অভিনয় করেছিলেন এবং প্রশংসক দের কাছ থেকে যথেষ্ট প্রশংসা কুড়িয়েছিলেন। এই ছবিটিতে সোহম মজুমদার ঋতাভরীর বিপরীতে প্রধান চরিত্রে অভিনয় করবেন। এই ছবিটি একজন নারীর গল্প। একবিংশ শতাব্দীতে দাঁড়িয়েও একজন নারীই রোজকার জীবনে সমাজে চলার পথে যে সমস্ত বাধা-বিপত্তি ,লাঞ্ছনা, অপমান এর সম্মুখীন হতে হয় প্রতিনিয়ত প্রতিদিন তাই এই ছবিটির মাধ্যমে বড় পর্দায় দর্শকদের সামনে উপস্থাপন করছেন পরিচালক অরিত্র মুখোপাধ্যায়। এই ছবিটির মধ্যে দিয়ে নারীদের প্রতি সমাজের যে সমস্ত কুসংস্কারাচ্ছন্ন মনোভাব ও ট্যাবুগুলি রয়েছে সেই পরিস্থিতি গুলিকে চোখে আঙ্গুল দিয়ে বড় পর্দায় তুলে ধরবেন পরিচালক। এই ছবিটি প্রযোজনা করবেন উইন্ডোজ প্রোডাকশন শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়, অক্ষয় কুমার পারিজা, সেনকো গোল্ড এন্ড জুয়েলার্স। এই ছবিটির সঙ্গীত পরিচালনার দায়িত্ব সামলাচ্ছেন অনিন্দ্য চট্টোপাধ্যায়। এই ছবিটির প্রথম পোস্টারে ঋতাভরী কে দেবী দুর্গার মতো দশোভূজা অবতারে দেখা গেছে। এই ছবিটি যে দর্শকদের মন জয় করবে তা বলার অপেক্ষা রাখে না। যে ধরনের বিষয় নিয়ে পরিচালক অরিত্র মুখোপাধ্যায় এই ছবিটিতে কাজ করছেন তা খুবই প্রাসঙ্গিক এবং সমকালীন।
Subscribe
Login
0 Comments