
রোজভ্যালিকাণ্ডে ইডি দফতরে হাজিরা দিলেন অভিনত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।বৃহস্পতিবার দুপুর ১২টা নাগাদ ইডি দফতরে হাজিরা দিলেন ঋতুপর্ণা।রোজভ্যালি মামলায় ঋতুপর্ণাকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা।কয়েকদিন আগেই রোজভ্যালি মামলায় টলিউডের এই প্রথম সারির নায়িকাকে তলব করে ইডি।এদিন সিজিও কমপ্লেক্সে ঋতুপর্ণা বলেন,‘‘ওঁরা ডেকেছেন, তাই কথা বলতে এসেছি।আমার সংস্থার নামে নোটিস দেওয়া হয়েছিল। ওদের (রোজভ্যালি) সঙ্গে আমার সংস্থা কাজ করেছিল।দেখা যাক ওঁরা কী প্রশ্ন জিজ্ঞাসা করেন, সব উত্তর দেব’’।সূত্র মারফৎ জানা যাচ্ছে,রোজভ্যালির ব্যাঙ্ক অ্যাকাউন্ট খতিয়ে দেখে তদন্তকারীরা জানতে পেরেছেন, রোজভ্যালির টাকায় একাধিকবার বিদেশ ভ্রমণ করেছিলেন ঋতুপর্ণা।কেন রোজভ্যালির টাকায় নায়িকা বিদেশ গিয়েছিলেন? জানতে চান তদন্তকারীরা।পাশাপাশি, বেশ কিছু সিনেমা কেনাবেচায় মধ্যস্থতা করেছিলেন ঋতুপর্ণা।কম পয়সার সিনেমা বেশি পয়সায় বিক্রি করা হয়েছে বলে অভিযোগ করেছেন স্বয়ং রোজভ্যালি কর্ণধার গৌতম কুণ্ডু।তাছাড়া রোজভ্যালির টাকা বিদেশে পাচার করা হয়েছে কিনা,সে ব্যাপারেও ঋতুপর্ণার কাছে জানতে চাইবেন তদন্তকারীরা।রোজভ্যালির সঙ্গে ঋতুপর্ণার কোনও চুক্তি হয়েছিল কিনা, তাও খতিয়ে দেখবেন তদন্তকারীরা।উল্লেখ্য,রোজভ্যালি মামলায় নাম জড়িয়েছে প্রসেনজিতেরও।আগামী ১৯ জুলাই প্রসেনজিৎকে ইডি দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।দুপুর ১২ টার মধ্যে প্রসেনজিৎকে হাজিরার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।