বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর রচিত বিভিন্ন উপন্যাস, সাহিত্য,কবিতা ছাড়াও বহু গান রচনা করে গেছেন । তার রচনাবলীর মধ্যে অন্যতম রচনা হল ‘তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে’ গানটি।
কবিগুরু ১৯১৪ সালের চৈত্র মাসে শান্তিনিকেতনে ২৪টি রচনাবলী করেছিলেন, তার মধ্যে এটি একটি। রবি ঠাকুর তাঁর অধিকাংশ গানের সুরের রচনা তিনি নিজে করেছিলেন।তার এই রচনার মধ্যে দিয়ে তিনি সকলের প্রাণে সুরের ছোঁয়া লাগিয়ে যেতে চেয়েছেন। আজও সেই সুরের আগুন আমাদের মনেপ্রাণে প্রতিনিয়ত বয়ে চলেছে। কবি তাঁর গানে বলে গেছেন মরা গাছের ডালে,আকাশে-বাতাসে সর্বোত্র ভেসে চলেছে সুরের আগুন। সেই সুরের আগুনে নিশীথের বুকের মাঝে ফুটে উঠেছে স্বর্ণ কমল। এই গানের কথা আমাদের সেটাই বুঝতে শেখায়।
আজ ২২শে শ্রাবণ।
কবিগুরু রবি ঠাকুরের উদ্দেশ্যে এই গানটি। গানটির কণ্ঠশিল্পী -দিয়া রায় চৌধুরী, মিউজিক কো ডিরেক্টর-সায়ন্তন দাশগুপ্ত।
সম্প্রতি রিলিজ করেছেন দিয়া রায় চৌধুরী তার ইউটিউব চ্যানেলে ‘তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে’গানটি। আশাকরি এই গান অনেক সফলতা অর্জন করবে। TBHবাংলার পক্ষ থেকে অনেক শুভেচ্ছা জানাই দিয়া রয় চৌধুরি এবং তার টিমকে। এই ভাবেই সুরের আগুন বয়ে চলুক মানুষের মনে প্রানে।