রহস্যের আড়ালে আগন্তুক কি অমিতাভ?

স্বপন নন্দীর পরিচালনায় অমিতাভ ভট্টাচার্য্য অভিনীত নতুন ছবি ‘আগন্তুক’ এর শ্যুটিং শেষ হল। অমিতাভ ভট্টাচার্য্য ছাড়াও এই ছবিতে অন্যতম মূল চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তন্ময় আচার্য্য কে, ছবির গল্পও তাঁর সাথে সামলেছেন সহযোগী পরিচালনার দায়িত্ব।

এছাড়াও থাকছেন গোড়া দাস, পূজা গাঙ্গুলী, সুমন্ত দাস, কৃষ্ণেন্দু চ্যাটার্জী, শান্তনু মুখার্জী, নবাগতা শ্রীময়ী এবং শিশু শিল্পী সোহিনী রায়। শ্রীময়ী এই ছবিতে একটি গানও গেয়েছেন, এছাড়া গেয়েছেন আলিশা রায় ও অর্ণব ভট্টাচার্য্য, সঙ্গীত পরিচালনা করেছেন অনিন্দ্য ব্যানার্জী।

ছবির চিত্রগ্রাহক সৌরভ ব্যানার্জী, সম্পাদনা করছেন অভিজিৎ পোদ্দার। ‘দ্য ভায়োলিন’, ‘যোগসূত্র’ ও ‘দ্য ফ্রুট অফ এভিল’ এই তিনটি ভিন্ন স্বাদের ক্রাইম থ্রিলার ছোট গল্পের আঁধারে ‘আগন্তুক’ গড়ে উঠেছে।

তবে তিনটি গল্পের মূল বিষয় একটাই – লোভের বশবর্তী হয়ে আমরা জানা অজনায় ক্ষনিকের আনন্দের স্বাদ পেতে কোনও ভুল করে ফেললে তার ফল আবার নিজেদেরকেই ভোগ করতে হয়। গত ১১ই আগস্ট ছবির শুভ মহরৎ হয় ২০০ বছরের পুরোনো উত্তর কলকাতার অন্যতম হেরিটেজ ‘ভুবন বাড়ি’তে।

ছবির আউটডোর শ্যুটিং হয়েছে উত্তরবঙ্গের দুধিয়া নদী লাগোয়া পাহাড়, রোহিনী পাহাড় লাগোয়া পার্ক, ব্লু মাউনটেইন কান্ট্রি ক্লাব রিসোর্টে। এছাড়াও শ্যুটিং হয়েছে কলকাতা, কল্যাণী, সবুজ দ্বীপ ও মসলন্দপুরে।

ছবিটি প্রযোজনা করেছেন সুব্রত রায়, নিবেদনে ‘স্টার মোশন পিকচার্স’। ‘আগন্তুক’ বড় পর্দায় আসছে এই পুজোয়।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x