কখনো বাংলার ক্রাশ, কখনো বিরোধীদের ত্রাশ – যেন এক চির রঙিন চরিত্র মদন মিত্র। কামারহাটির এই বিধায়ককে কখনো গান গাইতে দেখা গেছে ‘ও লাভলি’, কখনো বাইক নিয়ে রাজপথে, আবার কখনো নায়িকাদের সাথে মেতেছেন রং খেলায়।

আশুতোষ কলেজে পড়াকালীন ছাত্র রাজনীতির মধ্য দিয়ে রাজনীতির আঙিনায় প্রবেশ, লড়াই-সংগ্রামের রাজনীতির জীবনে হয়েছে অনেক ওঠা নামা, সামলেছেন রাজ্যের ক্রিড়া ও পরিবহন দপ্তরের মন্ত্রীত্ব। এবার এই মদন মিত্রের জীবন নিয়েই সিনেমা করতে চেলেছেন পরিচালক রাজা চন্দ।

কিডন্যাপ, রংবাজ, ম্যাজিক ছবির পরিচালক রাজা চন্দ এই মুহুর্তে অঙ্কুশকে নিয়ে শ্যুটিং করছেন তাঁর নতুন ছবি ‘সেভিংস অ্যাকাউন্ট’ এর। এর আগে এই বায়োপিক পরিচালক সপ্তর্ষি দে করবেন বলে শোনা গেলেও, এখন জানা যাচ্ছে তা করছেন রাজা চন্দ।

মদন মিত্র সাংবাদিকদের জানিয়েছেন তাঁর কলেজ জীবন থেকে রাজনীতি, ব্যাক্তিগত সবটাই ছবিতে দেখানো হোক তিনি চাইছেন, তিনি চান তাঁর চরিত্রে অভিনয় করুক পঙ্কজ ত্রিপাঠী অথবা বাংলার শাশ্বত চ্যাটার্জী।

তবে শোনা যাচ্ছে শাশ্বতকেই মদন মিত্রের চরিত্রে দেখা যেতে পারে। এর আগে বলিউডে মনমোহন সিং কিংবা বাল ঠাকরের মত রাজনীতিবিদ দের বায়োপিক হলেও বাংলায় এই ট্রেন্ড প্রথম। ছবির কাজ কবে শুরু হয় এখন সেদিকেই চোখ সকলের।