গত ২০ শে আগস্ট’রোটার‌্যাক্ট ক্লাব অফ টালিগঞ্জ’এর সদস্যরা দক্ষিণ ২৪ পরগনা জেলার জয়নগরের জামতলায় অন্নপূর্ণা প্রকল্পের চতুর্থ পর্যায়ের মহৎ উদ্যোগ বাস্তবায়িত করেন…

‘অন্নপূর্ণা’ হলো এমন একটি উদ্যোগ যেটি ‘রোটার‌্যাক্ট ক্লাব অফ টালিগঞ্জ’ ২০১৭ সালে শুরু করেন। এই সংস্থার মূল উদ্দেশ্য ছিল সমাজের দারিদ্র্যসীমার নিচে থাকা পিছিয়ে পড়া মানুষদের জন্য প্রয়োজনীয় রেশন সামগ্রী তুলে দেওয়া। সেই উদ্দেশ্যে গত ২০ শে আগস্ট ‘রোটার‌্যাক্ট ক্লাব অফ টালিগঞ্জ’ দক্ষিণ ২৪ পরগনা জেলার জয়নগরের জামতলায় অন্নপূর্ণা প্রকল্পের চতুর্থ পর্যায়ের মহৎ উদ্যোগের সূচনা করেন।


তারা জামতলার একটি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সঙ্গে খুব সুন্দর সময় কাটান। এই সংস্থার সদস্যদের সামনে পেয়ে ছোট ছোট শিশুরা আনন্দে আত্মহারা হয়ে পড়ে। তারা তাদের খুশির বহিঃপ্রকাশ ঘটে টুকটাক খেলার মধ্যে দিয়ে । এগুলো দেখে এই সংস্থার সদস্যরা খুব খুশি হন। এই ধরনের অনুভূতি এবং অভ্যর্থনা তাদের কাছে সত্যিই অনাকাঙ্ক্ষিত ছিল। তারা সত্যিই ছোট ছোট খুদে শিশুদের ভালোবাসায় আপ্লুত হয়ে যান।
এই সংস্থার সদস্যরা জামতলার ৮০ জন ছাত্র-ছাত্রী খুদে বাচ্চাদের রেশন সামগ্রী বিতরণ করেন


প্রত্যেক রেশন সামগ্রীর প্যাকেটে ছিল :-
১) চাল
২) আলু
৩) পেঁয়াজ
৪) চিঁড়ে
৫) গুঁড়ো দুধ
৬) বিস্কুট


এই সংস্থার সদস্যরা ওই ছোট ছোট খুদে ছাত্র-ছাত্রী তথা বাচ্চাদের ভালোবাসায় একেবারে মুগ্ধ হয়ে যান। ওই অসহায় বাচ্চাদের মুখে সেই স্নিগ্ধ হাসি তাদের মন ছুঁয়ে যায়। তাঁরা ওই ছোট ছোট খুদে বাচ্চাদের আশ্বস্ত করেন আগামীতে যখন তাঁরা দেখা করতে আসবেন সুন্দর সুন্দর উপহার নিয়ে আসবেন ওই খুদে স্কুল পড়ুয়া ছাত্র ছাত্রীদের জন্য।
ক্লাবের সভাপতি অম্লান মুখার্জী আমাদের জানান,”এই রকম উদ্যোগ আমরা অনেক বছর ধরেই নিয়ে আসছি এবং ভবিষ্যতেও নিতে থাকবো। মানুষের পাশে দাঁড়ানো টাই রোটার‌্যাক্ট ক্লাবের সবসময়ের চেষ্টা । “

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x