ফিরলো রুবি রায় …

“রুবি রায় “- বাংলার স্বপ্নসুন্দরী। না ,ইনি কোনো বাস্তব ব্যক্তিত্ব নন , হাজার হাজার বাঙালি ছেলের স্বপ্নের সুন্দরী ইনি। কল্পনাই সব বাংলার ছেলেদেরই প্রিয়তমা রুবি রায়। মনের গহীন কোন যেন চলে তার অনবরত আনাগোনা। শুধু বর্তমান কালে নয় , স্বপ্নসুন্দরী রুবি রায় -এর আগমন বহু যুগ আগে থেকেই চলে আসছে। প্রবীন থেকে শুরু করে নবীন সকলেরই মনের দরজা চিরকাল খোলা ছিল ,আছে আর থাকবে রুবি রায় এর জন্য।

সেই রুবি রায় -কে নিয়েই তৈরী হয়েছে ঈশান মজুমদারের নতুন গান –“Ruby Ray 3.O” । গানটির গায়ক ,কম্পোজার এবং লিরিসিস্ট সবই ঈশান মজুমদার নিজেই। শুধু তাই নয় , তিনি নিজে অভিনয়ও করেছে এই গানের মিউজিক ভিডিওতে। তার সাথে অভিনয়ে ছিল –সায়ন্তনী গুহঠাকুরতাও। গানটির প্রযোজনায় আছে – গৌরব দত্ত।

নতুন রূপে রূপে রুবি রায় আবার হাজির আপনাদের সকলের সামনে। তাই যারা ,মিস করছিলেন রুবি রায় -কে তারা চট করে You টিউব-এ দেখে ফেলুন গানটি। স্বপ্নের সুন্দরী রুবি রায় কে শুধু আর স্বপ্নে নয় , চাক্ষুস দেখুন হাতের মোবাইলে। এক অদ্ভুত মোহময়ী সুর দিয়ে তৈরী হয়েছে গানটা। একবার শুনলে গানে মাততে কিন্তু আপনারা বাধ্য।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x