বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করেছেন নোবেল অভিযোগ এক তরুনীর

জি বাংলা সারেগামাপা খ্যাত নোবেল এর বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করার অভিযোগ। এ গুরুতর অভিযোগ করেছেন গোপালগঞ্জের এক তরুণী। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় পড়ে যায়। ওই তরুণী তার ফেসবুকে একটি লম্বা স্ট্যাটাস দেন এবং সেখানে তিনি নোবেলের সঙ্গে তার সম্পর্কের ব্যাপারে বিস্তারিত ভাবে সকলকে জানান। নোবেলের বেশ কিছু ব্যক্তিগত ছবি ফাঁস করা হয় তার অ‍্যাকাউন্ট থেকে। অভিযোগকারিণী লেখা পোস্ট এই মুহুর্তের মধ্যে শেয়ার ও ভাইরাল হতে থাকে। এই ভাইরাল হওয়ার পর থেকেই শুরু হয় দুই দলে ভাগ হয়ে তুমুল বাক বিতন্ডা বিতর্ক। একদল ওই মেয়েটির স্বপক্ষে এবং একজন এই মেয়েটির বিপক্ষে একের পর এক যুক্তি দিতে থাকেন। এর পূর্বে নোবেল রবীন্দ্রনাথের গাওয়া বাংলাদেশের জাতীয় সংগীত আমার সোনার বাংলা নিয়ে একটি বিরূপ মন্তব্য করেন যার নিয়ে সোশ্যাল মিডিয়া থেকে সারা ভারতবর্ষে নোবেল কে বয়কট করার জোরালো দাবি উঠতে থাকে। বাংলার বহু কন্ঠ শিল্পী তার বিরুদ্ধে সোশ্যাল নেটওয়ার্ক সাইটে একের পর এক ক্ষোভ প্রকাশ করতে থাকেন। ফের একবার এই ধরনের গুরুতর অভিযোগ সম্পর্কে মইনুল আহসান নোবেল এর কাছ থেকে কোনো তথ্য জানতে পারা যায় নি। পুরো ঘটনাটি সম্পর্কে তিনি একেবারে নিশ্চুপ রয়েছেন। ঘটনাটির সত‍্যতা নিয়ে এখনো পর্যন্ত মানুষ দ্বিধাদ্বন্দ্বে রয়েছে। ওই মেয়েটির দাবি প্রায় এক বছর ধরে তার সঙ্গে নোবেল এর সম্পর্ক রয়েছে এবং বেশ কয়েকবার দুজনের মধ্যে শারীরিক সম্পর্ক হয়েছিল কিন্তু তারপর নোবেল তার সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করে দেয় এবং শারীরিক সম্পর্কের কথা অস্বীকার করতে থাকে। কিন্তু তার বেশ কিছুদিন পর ওই মেয়েটির ফেসবুক পোস্ট টি ও তার প্রোফাইল টি আর খুঁজে পাওয়া যায়নি। এই নিয়েও কম বিতর্ক হয়নি।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x