‘ষান্ড কি আখ’ ছবিটির মধ্যে দিয়ে ২১ তম ‘জিও মামি মুম্বাই চলচ্চিত্র’ উৎসবের পরিসমাপ্তি ঘটবে। এই ছবিটি পরিচালনা করেছেন তুষার হিরানান্দনি। এই ছবিটি দীপাবলিতে মুক্তি পাবে। এই ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ভূমি পেডনেকার এবং তাপসী পন্নু। এই ছবিটি প্রযোজনা করছেন রিলায়েন্স এন্টারটেইনমেন্ট এবং অনুরাগ কাশ্যপ, নিধি পার্মার। এই ছবিটি পঞ্চাশোর্ধ বয়সী দুই মহিলা শুটারের আত্মজীবনী প্রকাশি তোমার ও নিধি তোমারের।
Subscribe
Login
0 Comments