‘সাগরদ্বীপে যকের ধন’ছবির ট্রেলার মুক্তি পেয়েছে। এই ছবিটির ট্রেলার এককথায় অনবদ্য কারণ যে ধরনের ভিএফ এক্স এডিটিং এই ছবিটির মধ্যে দেখানো হয়েছে তা একেবারে হলিউডি স্টাইলের। এই ট্রেলার এ পরমব্রত চট্টোপাধ্যায় এবং কোয়েল মল্লিকের পারফরম্যান্স এক কথায় অসাধারণ। এই ট্রেইলারে গৌরব চক্রবর্তী কেউ দুর্দান্ত লেগেছে তার স্বল্প সময়ের অভিনয়ে। এই ছেলেটির এডিটিং খুবই সুন্দর ভাবে এবং যত্নের সাথে করা হয়েছে। পরিচালক সায়ন্তন ঘোষাল এর পরিচালনা এক কথায় অসাধারণ। এই ছবিটি নিয়ে দর্শকদের মধ্যে তুমুল জনপ্রিয়তা তৈরি হয়েছে। এই ছবিটিতে যে দুর্দান্ত ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনারা শুনতে পাবেন সেটি কম্পোজ করেছেন পন্ডিত বিক্রম ঘোষ। এই ছবিটির ব্যাকগ্রাউন্ড মিউজিক এই ছবিটিকে এক অন্য মাত্রায় পৌঁছে দিয়েছে। এই ছবিটির গল্প, চিত্রনাট্য এবং সংলাপ লিখেছেন সুগত বসু। এই পুজোয় মুক্তি পায় পরিচালক সায়ন্তন ঘোষাল পরিচালিত ছবি ব্যোমকেশ যেখানে ব্যোমকেশের চরিত্রে অভিনয় করেছিলেন পরমব্রত চট্টোপাধ্যায় এবং এই ছবিটি বাণিজ্যিকভাবে সফল হয়। সান্তনু সালের এই ছবি সাগরদ্বীপে যকের ধন বাণিজ্যিকভাবে সফল হবেই তা বলার অপেক্ষা রাখে না। এই ছবিটির ট্রেলার এককথায় সুপারহিট।
Subscribe
Login
0 Comments