‘সাহু’ ছবি মানেই একের পর এক চমক। এই ছবির প্রত্যেকটি গানি দর্শকদের কে মোহিত করে তুলেছে। গুরু রানধাওয়ার গাওয়া ‘ইন্নি সোনি’ গানটি ইতিমধ্যে চার্টবাস্টার। এই ছবির পরবর্তী গানে সুপারস্টার প্রভাস কে বলিউডের বিখ্যাত ব্যাপার বাদশা এবং জ্যাকলিন ফার্নান্ডেজের সঙ্গে নাচতে দেখা যাবে। সকলেরই এই গানটি নিয়ে বিপুল আগ্রহ রয়েছে। দেখা যাক এই গানটি কেমন হয়।
Subscribe
Login
0 Comments