শহরের উপকথা শোনাতে হাজির শুভাশিস মুখার্জী

গত আগস্টে ছিল কলকাতার ট্রাম ডিপো রেস্টুরেন্টে বাপ্পা পরিচালিত বহু আলোচিত ও প্রতিক্ষিত ছবি ‘শহরের উপকথা’র ট্রেলার, মিউজিক ও পোস্টার লঞ্চ অনুষ্ঠান।

ওই দিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই ছবির অভিনেতা, পরিচালক ও অন্যান্য কলাকুশলীরা। বাদল সরকারের নাটক ‘বাকি ইতিহাস’ অবলম্বনে এই ছবিতে বাদল সরকারের চরিত্রে অভিনয় করছেন শুভাশিস মুখোপাধ্যায়, ইতিমধ্যে ওনার নতুন লুক বেশ চর্চিত।

এছাড়াও এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন রাহুল বন্দ্যোপাধ্যায়, জয় সেনগুপ্ত, বিদিপ্তা চক্রবর্তী, অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়, বাসবদত্তা চট্টপাধ্যায়, লামা হালদার, রজত বন্দ্যোপাধ্যায়, সন্দিপ মন্ডল প্রমুখ।

ছবির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন বাংলাদেশের আশরাফ শিশির। চিত্রনাট্যকার বাদল সরকারের নাটকে স্রস্টাকেই ফিরিয়ে নিয়ে এসেছেন।

ছবিতে সঙ্গীত পরিচালনা করেছেন সৌম্য ঋত। নটরাজ ফিল্ম এন্ড এন্টারটেইনমেন্ট প্রযোজিত ও শ্রীকৃষ্ণ ইন্টারন্যাশনাল ফিল্মস নিবেদিত ‘শহরের উপকথা’ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ১৭ই সেপ্টেম্বর।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x