সাইফ আলি খান অভিনীত ‘লাল কাপ্তান’ ছবিটির নতুন পোস্টার মুক্তি পেয়েছে।সাইফ আলি খান অভিনীত “লাল কাপ্তান”ছবির ট্রেলার ইউটিউবে এক নম্বর ট্রেন্ডিং এ ছিল। এই ছবিটির ট্রেলার ইউটিউবে ৭.৭ মিলিয়ন ভিউজ ইতিমধ্যেই অতিক্রম করেছে। এই ছবিটির পরিচালনা করেছেন নভদ্বীপ সিং। এই ছবিটি প্রযোজনা করেছেন ইরস ইন্টারন্যাশনাল এবং আনন্দ এল রাই। এই ছবিটির গল্প লিখেছেন দীপক ভেঙ্কটেশ এবং নভদ্বীপ সিং। এই ছবিটির চিত্রনাট্য লিখেছেন সুদীপ শর্মা। এই ছবিটি জাবেন মার্চেন্ট। এই ছবিটির পোশাক পরিকল্পনা করলেন ম্যাক্সিমা বসু গোলানি। এই ছবিটিতে অভিনয় করেছেন সাইফ আলি খান,মানব ভিজ,জোয়া হুসেন, দীপক ডোবরিয়াল। এই ছবিটির ট্রেইলার সাইফ আলী খানের অভিনয় দর্শকদেরকে মুগ্ধ করেছে এবং এই ছবিটির মধ্যে যে আমরা সাইফ আলী খানের অভিনয় সত্তাকে নতুন করে খুঁজে পাবো।
Subscribe
Login
0 Comments