‘সিয়েরা নরসিমহা রেড্ডি’ছবির টিজার আগামী ২০ ই আগস্ট মুক্তি পাবে। এই ছবিটির পরিচালনা করেছেন সুরেন্দ্র রেড্ডি। এই ছবিতে অভিনয় করেছেন মেগাস্টার চিরঞ্জীবী। এই ছবিতে একটি বিশেষ চরিত্রে কে আমিও করবেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন। এই ছবিটিতে বিখ্যাত অভিনেতা বিজয় সেতুপতি, সুদীপ, নয়ন তারা ,তামান্না ভাটিয়া, জগপতি বাবু, রবি কিষন, অনুষ্কা শেট্টি, নিহারিকা কনীদেলা প্রমুখ অভিনয় করবেন। এই ছবিটির প্রয়োজনীয় করবেন চিরঞ্জীবী পত্র সুপারস্টার রাম চরণ। এই ছবিটির গল্প লিখেছেন পারুচুরি ব্রাদার এবং সংলাপ লিখেছেন সাই মাধব বুরা। ছবিটির সংগীত পরিচালনা করেছেন অমিত ত্রিবেদী। এই ছবিটি তামিল, তেলেগু, হিন্দি, মালায়ালাম ভাষা তে মুক্তি পাবে। এই ছবিটির হিন্দি ভার্সন এর ডিস্ট্রিবিউশন সত্ব রিতেশ সিদওয়ানি, ফারহান আখতারের এর প্রযোজনা সংস্থা ‘এক্সেল এন্টারটেনমেন্ট’ কিনেছেন। এই ছবিটি নিয়ে চিরঞ্জীবী ভক্ত দের মধ্যে তুমুল উৎসাহ রয়েছে।
Subscribe
Login
0 Comments