সালমান খান আগামী বছর ঈদে ‘কিক টু’ ছবি নিয়ে রুপোলি পর্দায় আসছেন। সাজিদ নাদিওয়ালার প্রথম পরিচালিত ছবি কী ভারতের বক্সঅফিসে ব্লকবাস্টার বলে ঘোষিত হয়। এই ছবিটি আপামর সালমান ভক্তদের মধ্যে খুবই জনপ্রিয় হয়। এই ছবির একটি বিখ্যাত সংলাপ আছে মে দিলমে আতাহু দিমাগ মে নেহি। আজ সালমান খান তার টুইটার অ্যাকাউন্ট থেকে টুইট করেন,”ইতনা মাত সোচনা মেরে বারে মে, দিলমে আতাহু, আওর ঈদ পেভি। এই বক্তব্যটি থেকে স্পষ্ট যে সালমান খানের আগামী ছবিটির নাম ‘কিক টু’ এবং এই ছবিটি আগামী বছর ঈদে আসছে। এই ছবিটিতে জ্যাকলিন ফার্নান্ডেজ অভিনয় করবেন নায়িকা চরিত্রে। এই ছবিটি ২০২০তে মুক্তি পাওয়ার কথা থাকলেও সেটি ডিসেম্বর অথবা অক্টোবরে মুক্তি পাওয়ার সম্ভাবনা ছিল। সঞ্জয় লীলা বনশালী পরিচালিত ‘ইনশাল্লাহ’ ছবিটির শুটিং কিছুটা পিছিয়ে যাওয়ায় সালমান খান আগামী বছর ঈদে ‘কিক টু’ ছবিটি নিয়ে দর্শকদের সামনে উপস্থিত হবেন। খুব শীঘ্রই অফিশিয়ালি কি ছবিটির কথা জানা যাবে বলে আশা করা যাচ্ছে। সালমান খানের তরফ থেকে একটু ছবিটির মুক্তির আওয়াজ পাওয়া মাত্রই দর্শকদের মধ্যে তুমুল উৎসাহ জেগেছে।
Subscribe
Login
0 Comments