আগামী বছর ঈদে মুক্তি পাচ্ছে সালমান খান অভিনীত ছবি ‘রাধে’। এই ছবিটি পরিচালনা করবেন প্রভুদেবা। এই ছবিটি ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত কোরিয়ান ছবি দ্য আউট ল্য’এর হিন্দি রিমেক। এই ছবিটিতে সালমান খানের বিপরীতে অভিনেত্রী হিসেবে দিশা পাটানি কে দেখতে পাওয়ার সম্ভাবনা রয়েছে। সঞ্জয় লীলা বানসালি পরিচালিত ইনশাআল্লাহ ছবিটি আগামী বছরই মুক্তি পাওয়ার কথা ছিল কিন্তু সালমান এবং সঞ্জয় এর মধ্যে কিছু সমস্যার কারণে এই ছবিটি থেকে সালমান সরে আসেন এবং এই ছবিটি বন্ধ হয়ে যায়। সালমান টুইট করে জানিয়েছিলেন তিনি ঈদে আসবেন কোন না কোন ছবি নিয়ে আর সকলেই জানেন সালমান যদি কোন কমিটমেন্ট করেন তিনি তা পূরণ করেন। দাবাং থ্রি’র মোশন পোস্টার এর সঙ্গে আগামী বছর ঈদে আসা ছবি ‘রাধে’র পোস্টার ও শেয়ার করেন সালমান। কিছুদিন পরেই ৫৪ বছরে পা দেবেন সালমান। যে ধরনের বডি ফিটনেস,সিক্স প্যাক অ্যাবস তিনি এখনও বজায় রেখেছেন তা সত্যিই প্রশংসনীয়। রাধে ছবিটিতে তাকে প্রচুর অ্যাকশন করতে দেখা যাবে। এই ছবিটি প্রযোজনা করবেন সালমান খান ফিল্মস, সোহেল খান।
Subscribe
Login
0 Comments