সন্দীপ রমাকৃষ্ণ এবং হানসিকা কে ‘তেনালি রামাকৃষ্ণা বিএ বি এল’ ছবিতে দেখা যাবে। এই ছবিতে হানসিকা ছাড়াও ভারলক্ষ্মী শরত কুমার অভিনয় করবেন। এই ছবিটির পরিচালনা করবেন জি নাগেশ্বর রাও। এই ছবিটির সংগীত পরিচালনা করেছেন সাই কার্তিক। এই ছবিটি প্রযোজনা করেছেন শ্রী ভেঙ্কটেশ প্রোডাকশন স্বামী ক্রিয়েশনস্ এর অগ্রহারাম নাগিরেড্ডী, সঞ্জীব রেড্ডি এবং রুপা জগদীশ।
Subscribe
Login
0 Comments