বিজয় সেতুপতি অভিনীত ‘সঙ্গতিমিজা্ন’ ছবিটি দীপাবলিতে মুক্তি পাবে। এই ছবিটির ট্রেলার এবং গান দর্শকদের মধ্যে দারুণ সাড়া ফেলেছে। এই ছবিতে বিজয় সেতুপতি সঙ্গে রাশি খান্না নিভেথা পেথুরাজ, নাসির, জন বিজয় ,সূরী এবং আশুতোষ রানা অভিনয় করেছেন। এই ছবিতে সঙ্গীত পরিচালনা করেছেন বিবেক- মার্ভিন।
Subscribe
Login
0 Comments