সঞ্জয় দত্ত অভিনীত ‘প্রস্থনাম’ ছবির ট্রেলার মুক্তি পেয়েছে।এই ছবিটি পরিচালনা করেছেন দেবা কাট্টা। এই ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, মনীষা কৈরালা,জ্যাকি শ্রফ, আমায়রা দস্তুর, চাংকি পান্ডে, সত্যজিৎ দুবে আলি ফেজল। এই ছবিটি প্রযোজনা করেছেন সঞ্জয় এস দত্ত প্রডাকশনস এবং মান্যতা দত্ত। এই ছবিটি ব্লকবাস্টার তেলেগু ছবি ‘প্রস্থনাম’এর হিন্দি রিমেক। এই ছবিটি আগামী কুড়ি সেপ্টেম্বর মুক্তি পাবে।
Subscribe
Login
0 Comments