প্রকাশ্যে এল ‘ইস্কাবন’ ছবির ফার্স্টলুক। মন্দিপ সাহা পরিচালিত এই ছবির পোস্টার লঞ্চে আজ পাওয়া গেল ছবির মুখ্য চরিত্রের অভিনেতা সৌরভ দাস, অনামিকা চক্রবর্তী, নবাগত সঞ্জু সহ অন্যান্য কলাকুশলীদের।

জঙ্গল মহলের প্রেম, যৌনতা, ষড়যন্ত্র খুন, বিস্ফোরণ আর রাজনীতি নিয়ে ছবি ‘ইস্কাবন’ ।

রাধা মাধব মন্ডলের গল্প ‘রেড স্টারের গল্প’ অবলম্বনে এই ছবিটি প্রযোজনা করছেন ‘এস এম ডি এন্টারটেইনমেন্ট’ এর তরফে শেখ আব্দুল আলম লালন। এই ছবির মাধ্যমে জঙ্গল মহলের সাম্প্রতিক অতীতের অশান্তি ফিরছে বড় পর্দায়।

ছবির আউটডোর হয়েছে ঝাড়গ্রামের পাহাড়-জঙ্গলে। সৌরভ দাস, অনামিকা চক্রবর্তী ও সঞ্জু ছাড়াও এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে

খরাজ মুখোপাধ্যায়, সুমিত গাঙ্গুলী, অরিন্দম গাঙ্গুলী, পুষ্পিতা মুখোপাধ্যায় ও অন্যান্যদের। ছবির সঙ্গীত পরিচালনা করছেন অনিন্দ্য মুখোপাধ্যায়, গান গাইছেন নচিকেতা চক্রবর্তী, শান, অন্বেষা দাশগুপ্ত সহ অন্যান্য সঙ্গীতশিল্পীরা। ‘ইস্কাবন’ সিনেমার পর্দায় আসছে শীঘ্রই।