সাইফাই অ্যাডভেঞ্চার থ্রিলার ‘আন্ডারওয়াটার’ ছবিটি আগামী ১০ই জানুয়ারি ২০২০ তে মুক্তি পাবে। এই ছবিটি পরিচালনা করেছেন উইলিয়াম ইউব্যাংক। এই ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ক্রিস্টেন স্টিওয়ার্ট, ভিন্সেন্ট ক্যাসেল, জেসিকা হেনউইক, জন গ্যালাঘের জুনিয়র, মাহমুদৌউ আথি,টি.জে. মিলার। এই ছবিটির গল্প লিখেছেন ব্রায়ান ড্যুফিল্ড। এই ছবিটির চিত্রনাট্য লিখেছেন ব্রায়ান ড্যুফিল্ড,অ্যাডাম কোজাড। এই ছবিটির প্রযোজনা করেছেন পিটার চার্নিন,টোনিয়া ডেভিস,জেনো টপিং। এই ছবিটির সংগীত পরিচালনা করেছেন মার্কো বেল্টরামি,ব্রান্ডন রবার্টস।
Subscribe
Login
0 Comments