‘মাংকি ডাঙ্কি’ ছবিটির দ্বিতীয় পোস্টার মুক্তি পেয়েছে। এই ছবিটির লেখক ও পরিচালক অভি আনন্দ এবং সালেস সুব্রামানিয়াম। এই ছবিটিতে শিশু শিল্পী ইয়াভিনা অভিনয় করেছেন। এই ছবিতে শ্রীরাম কার্তিক, কালি ভেঙ্কট, এমআর কিশোরকুমার, যোঞ্জাপি, বন্দনা প্রমুখ অভিনয় করেছেন। এই ছবিটির পোস্টারে শিশু শিল্পী থেকে দেখা যাচ্ছে দৌড়াতে এবং তার পিছনে একটি হাতি তাকে তাড়া করেছে। এই ছবিটিতে একজন শিল্পী একটি জঙ্গলের মধ্যে হারিয়ে যায় এবং নানা বাধা-বিপত্তি থেকে কিভাবে তাকে বাঁচানো হয় তাই এই ছবিটির গল্প। এই ছবিটি প্রযোজনা করেছেন হাশের। এই ছবিটির সংগীত পরিচালনা করেছেন সুরাজ স্কুরুপ। এই ছবিটির গীত রচনা করেছেন সংগীত। রবি ফিল্মসের ব্যানারে এই ছবিটি মুক্তি পাবে।
Subscribe
Login
0 Comments