মহেশ বাবু অভিনীত ‘সারিলেরু নিকেভারু’ছবির দ্বিতীয় শুটিং শিডিউল শুরু হয়ে গেল। এই ছবিটিতে মহেশ বাবুর বিপরীতে ডিয়ার কমরেড খ্যাত অভিনেত্রী রশমিকা মন্দনা কে দেখা যাবে। এই ছবিটি পরিচালনা করবেন অনিল রবিপুডি। এই ছবিটি মুক্তি পাবে ২০২০ সালের সংক্রান্তিতে। আল্লু অর্জুন-পূজা হেগড়ে অভিনীত ছবি ও একই দিনে মুক্তি পাবে। এই ছবিতে মহেশ বাবু একজন আর্মি অফিসারের ভূমিকায় অভিনয় করবেন। শুটিংয়ের প্রথম শিডিউল কাশ্মীরে হয়েছিল।
Subscribe
Login
0 Comments