‘সার্ভার সুন্দরাম’ ছবিটি অক্টোবর মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এই ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন শান্তারাম, বৈভবী শান্ডিল্য, ব্রিজেশ, রাধা রবি,স্বামীনাথন,মাইল স্বামী,কিটী। এই ছবিটির সংগীত পরিচালনা করেছেন নারায়নান। এই ছবিটির পরিচালনা করেছেন আনন্দ বালকি। এই ছবিটির শুটিং তাঞ্জোর, চেন্নাই, গোয়া এবং অস্ট্রেলিয়ায় হয়েছে।
Subscribe
Login
0 Comments