“জার্সি” ট্রেলার রিভিউ: শাহিদ কাপুর অসাধারণ

“জার্সি” ট্রেলার রিভিউ: শাহিদ কাপুর অসাধারণ।

আজ মুক্তি পেয়েছে জনপ্রিয় তেলেগু ছবি “জার্সি”র অফিশিয়াল হিন্দি রিমেক “জার্সি”।
এই ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাহিদ কাপুর, ম্রুনাল ঠাকুর, পঙ্কজ কাপুর।
“জার্সি” ছবিটির প্রযোজনা করছেন আল্লু অরবিন্দ, দিল রাজু, এস নাগা ভাসমি, অমন গিল, বানি ভ্যাস।

“জার্সি” ছবিটি পরিচালনা করেছেন গৌতম তিন্নানুরি, যিনি অরিজিনাল তেলেগু ছবি “জার্সি” ও পরিচালনা করেছেন।

এই ছবির সংগীত পরিচালনা করেছেন সচেত এবং পরম্পরা। এই ছবির আবহ সঙ্গীত পরিচালনা করেছেন অনিরুদ্ধ রবিচন্দর।

কেমন লাগলো জাতীয় পুরস্কারপ্রাপ্ত তেলেগু ছবি জার্সির অফিশিয়াল হিন্দি রিমেক জার্সির ট্রেলারটি-

আমরা জানি তেলেগু স্টার নানি কে ন্যাচারাল স্টার বলা হয়। তার কারণ তাঁর অভিনয়ের মধ্যে কোনো কৃত্রিমতা থাকে না। তিনি স্বাভাবিক, সাবলীলভাবে তাঁর চরিত্রটিকে রুপোলি পর্দায় ফুটিয়ে তোলেন। তাঁর প্রতিটি ছবিতে তাঁর অভিনয় এর অভিব্যক্তি আপনারা যদি মনোযোগ দিয়ে দেখেন তখন বুঝতে পারবেন যে তাকে “ন্যাচারাল স্টার” তকমা দেওয়ার যথার্থতা। কথাটা শুরুতেই কেন বলে রাখলাম তার কয়েকটা কারণ রয়েছে। অনেকেই নানির সঙ্গে শাহিদ কাপুরের তুলনা করেছেন এবং ভবিষ্যতেও করবেন। এর আগেও হয়েছে যখন বিজয় দেবেরাকোন্ডা সঙ্গে শাহিদ কাপুরের তুলনা করা হয়েছিল “কবির সিং” এর মুক্তির সময়। যাই হোক অনেকের হয়তো রিমেক সিনেমার প্রতি আপত্তি থাকতে পারে, এটা তাদের অভিমত এবং সেটিকে সম্মান জানানো উচিত। কিন্তু রিমেক ছবি হলেও জার্সি ছবির অফিশিয়াল হিন্দি রিমেকে শাহিদ কাপুরের নিজস্বতা আমরা ট্রেলারে দেখতে পেয়েছি।

শাহিদ কখনোই নানি কে নকল করার প্রচেষ্টা করেনি। যারা তেলেগু “জার্সি” ছবিটি দেখেছেন তাদেরকে আমি এটুকু বলতে পারি ওই ছবিতে নানির যে ধরনের অভিব্যক্তি ছিল এবং অফিশিয়ালি হিন্দি রিমেকের ট্রেলারে শাহিদ কাপুরের যে ধরনের অভিব্যক্তি আমরা দেখতে পেলাম , দুটোর মধ্যেই আপনারা সেই আবেগ অনুভূতি অবশ্যই খুঁজে পাবেন। শাহিদ কাপুর এই ছবিতে তাঁর নিজের অভিব্যক্তি দিয়ে দর্শকদের মনে অবশ্যই জায়গা করে নেবেন। যারা তেলেগু ছবিটি দেখেছেন তাদের কাছে একটাই অনুরোধ নানি এর পারফর্মেন্স এর সঙ্গে শাহিদ কাপুরের পারফরম্যান্সের তুলনা করুন ছবিটা সিনেমাহলে দেখবার পর। তার কারণ এই দুই অভিনেতার অভিব্যক্তি আলাদা কিন্তু শাহিদ কাপুরের আবেগ এবং অনুভূতি আপনাদের মন পর্যন্ত পৌঁছাবে।


এই ছবির ট্রেলারে শাহিদ কাপুরের সঙ্গে ম্রুনাল ঠাকুরের কয়েকটি দৃশ্য এবং কয়েকটি সংলাপ আপনারা দেখলে তাদের ব্যক্তিগত সম্পর্কের টালমাটাল পরিস্থিতি র কথা কিছুটা হলেও অনুভব করতে পারবেন।

ছোট্ট ছেলেটির সঙ্গে শাহিদ কাপুরের রসায়ন আপনাদের কখনো হাসাবে আবার কখনো কাঁদাবে।

ছবির ট্রেলারে শাহিদ কাপুর এবং পঙ্কজ কাপুর এর মধ্যে সংলাপের যে দৃশ্যটি ছিল তা দেখে বোঝা যায় এই দুই অভিনেতার অভিনয়ের গভীরতা কতটা সুন্দর।

অনেকে অভিযোগ করছেন “জার্সি”র হিন্দি রিমেকে সঙ্গীত পরিচালনা অনিরুদ্ধ রবিচন্দ্রন কেন করেননি? তবে ট্রেলারে যতটুকু আমরা মিউজিক শুনতে পেলাম অতটাও হতাশ করেনি সচেত এবং পরম্পরা। এই ছবির গানগুলি যখন মুক্তি পাবে তখন বোঝা যাবে গান গুলো কেমন হয়েছে।

সবশেষে এটুকুই বলতে পারি তেলেগু ছবি “জার্সি” অফিশিয়াল হিন্দি রিমেক “জার্সি” আমি অবশ্যই সিনেমা হলে গিয়ে দেখবো এবং আপনাদের কাছে অনুরোধ করছি সিনেমা হলে গিয়ে এই ছবিতে আপনারা দেখে এই ছবিটি নিয়ে চুলচেরা বিশ্লেষণ করুন। এই ছবিটি সিনেমা হল বা প্রেক্ষাগৃহে না দেখে অযথা তেলেগু ছবিটির সঙ্গে তুলনা করে এই ছবিটির কলাকুশলীদের ছোট করবেন না।


আপনারা হয়তো অনেকেই জানেন এই ছবিটি আগামী ৩১ শে ডিসেম্বর, এই বছরের শেষ দিনে মুক্তি পাচ্ছে। যদি ভালো লাগে দেখবেন, ছবিটি দেখে নিজের মতামত জানাবেন।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x