শাহিদ কাপুরের পরবর্তী ছবিটি কি জেনে নিন। শাহিদ কাপুরের কবির সিং ছবিটি ২০১৯ এ বক্স অফিসে এ অবধি সর্বাধিক আয় প্রাপ্ত ছবি বলে ঘোষিত হয়। এই ছবিটি বছরের সেরা ব্লকবাস্টার বলে ঘোষিত হয়। শাহিদ কাপুর কবির সিং এর পর কোন ছবিতে সই করেছেন কি না তা নিয়ে মিডিয়া মহলে জল্পনা চলছিল। অনেকে মনে করছিলেন তিনি বিজয় দেবেরাকোন্ডা অভিনীত ডিয়ার কমরেড ছবিটির হিন্দি রিমেকে অভিনয় করবেন। কিন্তু শাহিদ কাপুর এবং করণ জোহর দুজনেই জানিয়ে দেন শাহিদ কাপুর ডিয়ার কমরেডের হিন্দি রিমেকে অভিনয় করছেন না। শাহিদ কাপুর রাজা কৃষ্ণ মেনন যিনি ‘এয়ারলিফট’ ছবিটি পরিচালনা করেছেন তার পরিচালনায় বিখ্যাত বক্সার ডিস্কো সিং এর বায়োপিকে অভিনয় করবেন। এই ছবিটির বাকি কোন তথ্য এখনো পর্যন্ত পাওয়া যায়নি।
Subscribe
Login
0 Comments