বলিউড ডিভা শিল্পা শেটি যাকে শেষবার ‘আপনে’ ছবিতে সানি দেওলের বিপরীতে অভিনয় করতে দেখা গিয়েছিল তিনি বলিউডে কামব্যাক করছেন ‘নিকাম্মা’ ছবিটির মাধ্যমে। এই ছবিটিতে তিনি ভাগ্যশ্রী পুত্র অভিমন্যু দাসানি এবং বিখ্যাত গায়িকা শার্লী সেটিয়া সঙ্গে অভিনয় করবেন। এই ছবিটির পরিচালনা করবেন সাব্বির খান। ছবিটি প্রযোজনা করবেন সনি পিকচারস ইন্টারন্যাশনাল প্রোডাকশন এবং সাব্বির খান ফিল্মস। এই ছবিটি ২০২০ সালে মুক্তি পাবে। সিলভার স্ক্রিনে শিল্পা দেখার জন্য তার অনুগামীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
Subscribe
Login
0 Comments