পরিচালক এসপি হোসেনের পরিচালনায় অভিনেতা শিবা ‘সুমো’ ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করবেন। এই ছবিটিতে অন্যান্য ভূমিকায় ইয়োশিনোরি তাসিরো, প্রিয়া আনন্দ, ভিটিভি গণেশ, যোগী বাবু অভিনয় করবেন। এই ছবিটির সংগীত পরিচালনা করবেন নিভাস কে প্রসন্ন। এই ছবিটির চিত্রনাট্যও এবং সংলাপ লিখেছেন অভিনেতা শিবা নিজেই। এই ছবিটির প্রযোজনা করেছেন ভেলস ফিল্ম ইন্টারন্যাশনাল।
Subscribe
Login
0 Comments