সততার সঙ্গে আপোষহীন বেঁচে থাকার “সহজ কথা”

আজ “গ্রাসরুট এন্টারটেইনমেন্ট” ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে স্বল্পদৈর্ঘ্যের ছবি “সহজ কথা”। এই স্বল্প দৈর্ঘ্যের ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন অঞ্জনা বসু, অনুভব কাঞ্জিলাল এবং রাজকুমার বেঙ্গনি।


কয়েক মাস আগে “গ্রাসরুট এন্টারটেইনমেন্ট” ইউটিউব চ্যানেলে মুক্তি পায় স্বল্প দৈর্ঘ্যের ছবি “হরেকৃষ্ণ”। এই স্বল্প দৈর্ঘ্যের ছবিটি একটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে “সেরা স্বল্পদৈর্ঘ্যের ছবি”র পুরস্কার জেতে।


এবার প্রয়োজক অভিনেতা জিৎ, গোপাল মাদনানি, এবং অমিত জুমরানি ফের আরেকবার আরেকটি সুন্দর স্বল্পদৈর্ঘ্যের ছবি আমাদের সামনে উপস্থিত করেছেন। স্বল্পদৈর্ঘ্যর ছবিটির নাম “সহজ কথা”। “গ্রাসরুট এন্টারটেইনমেন্ট”এর প্রযোজনায় এই ছবিটি পরিচালনা করেছেন রাজেশ গাঙ্গুলি। পরিচালক রাজেশ গাঙ্গুলি এর আগে সুপারস্টার জিৎ এবং আবির চ্যাটার্জী অভিনীত “রয়্যাল বেঙ্গল টাইগার” ছবিটি পরিচালনা করেছিলেন।

এই স্বল্প দৈর্ঘ্যের ছবির গল্প মূলত এক মা এবং তার ছেলের গল্প। মায়ের চরিত্রে অভিনয় করেছেন অঞ্জনা বসু এবং ছেলের চরিত্রে অভিনয় করেছেন অনুভব কাঞ্জিলাল। এই স্বল্প দৈর্ঘ্যের ছবিটিতে অনুভব শান্তনু সেনের চরিত্রে অভিনয় করেছেন। সান্তনু পেশায় একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। শান্তনু নিজে খুবই সৎ ছেলে। এরপর হঠাৎ করে এক পরিস্থিতির সম্মুখীন হয় সে। কোন পরিস্থিতির সম্মুখীন হয়, তারপর কি হয়? তা জানতে আপনাদের অবশ্যই দেখতে হবে “সহজ কথা”।


এই স্বল্প দৈর্ঘ্যের ছবিতে মায়ের চরিত্রে অঞ্জনা বসুর অভিনয় নতুন করে বলার কিছুই নেই। স্বল্পদৈর্ঘ্যের এই ছবিতে তার অভিনয় এক কথায় নিখুঁত এবং সুন্দর।
অঞ্জনা বসুর ছেলের চরিত্রে (শান্তনু সেন) অনুভব কাঞ্জিলাল সুন্দর অভিনয় করেছেন। তাঁর অভিব্যক্তি, বাচনভঙ্গি, সংলাপ বলার ধরণ সত্যিই প্রশংসনীয়। শান্তনু সেনের চরিত্রটিকে তিনি খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন।


ঘনশ্যামজীর চরিত্রে রাজকুমার বেঙ্গনি সুন্দর অভিনয় করেছেন। তাঁর সংলাপ বলার ধরন এবং অভিনয় খুবই সুন্দর এবং নিখুঁত।
এই স্বল্প দৈর্ঘ্যের ছবির সংগীত পরিচালনা করেছেন নবারুণ বসু। পরিমিত এবং যথাযথ আবহসংগীত এর ব্যবহার এই স্বল্প দৈর্ঘ্যের ছবিটির সামাজিক বার্তা এবং ছবিটির চরিত্রগুলির আবেগ এবং অনুভূতি সুন্দর ভাবে প্রকাশ করতে সাহায্য করে।


পরিচালক হিসেবে রাজেশ গাঙ্গুলী দারুন উপস্থাপনা করেছেন। এই স্বল্প দৈর্ঘ্যের ছবিটি তিনি অত্যন্ত সহজ সরল ভাষায় খুব স্বল্প সময়ে দর্শকদের সামনে তুলে ধরেছেন। দর্শকেরা তাঁর সামাজিক বার্তা খুব সহজ ভাবে উপলব্ধি করতে পারবে।


স্বল্পদৈর্ঘ্য ছবি “সহজ কথা”র সম্পাদনার দায়িত্ব সামলেছেন মলয় লাহা এবং ক্যামেরার দায়িত্ব সামলেছেন মানস গাঙ্গুলী। কালারিস্ট এর দায়িত্ব সামলেছেন সৌমিত্র ঘোষ, সাজসজ্জার দায়িত্ব সামলেছেন অর্জুন দাস। এই স্বল্প দৈর্ঘ্যের ছবির শব্দ পরিকল্পনা, বিন্যাস এবং মিশ্রণ দায়িত্ব সামলেছেন দিব্য এবং সৌরভ সাহা। সহ পরিচালনার দায়িত্ব সামলেছেন কৌশিক রায়।


সবশেষে দর্শকদের কাছে একটাই অনুরোধ স্বল্প দৈর্ঘ্যের ছবি “সহজ কথা” একবার দেখুন। দেখে আপনারা হতাশ হবেন না এইটুকু বলতে পারি। খুব সহজভাবে আপনারা হয়তো কিছু উপলব্ধি করতে পারবেন।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x