Short film, “Chaar Ekke Payanch”, Awarded Best Short Film in “International Golden Mirror Film Festival”

বছর শেষে মানুষের মন হয় উৎসব মুখর, প্রত্যেকটা দিন তাঁরা মজা করে কাটাতে চায়। আর এই সময় এক গুচ্ছ ছবি যদি উপহার দেওয়া হয় তাহলে তো সোনায় সোহাগা। আর তারই সুবাদে আয়োজিত হয়েছে “ইন্টারন্যাশনাল গোল্ডেন মিরর চলচ্চিত্র উৎসব”। জানা যাচ্ছে বিশ্বের ১৫টি দেশ থেকে বেছে নেওয়া সেরা স্বল্প দৈর্ঘ্যের ছবির প্রদর্শন হবে এই চলচ্চিত্র উৎসবে। গত ২৬শে ডিসেম্বর রবিবার থেকে এই চলচ্চিত্র শুরু হয়েছে। এদিনের এই বিশেষ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আন্তর্জাতিক মানের পরিচালক গৌতম ঘোষ এবং সমালোচক সঞ্জয় মুখোপাধ্যায়। এই দুই বিশিষ্ট ব্যক্তিত্ব ছাড়াও আমন্ত্রিত ছিলেন পরিচালক অর্জুন দত্ত, অভিনেত্রী দেবযানী চট্টোপাধ্যায়, পূজারিণী ঘোষ, অনুরাধা মুখোপাধ্যায়, অভিনেতা কিঞ্জল নন্দ। এছাড়াও ছিলেন সঙ্গীত পরিচালক রণজয় ভট্টাচার্যও।

আর বছর শেষে এই বিশেষ চলচ্চিত্র উৎসবে “Best Short Film” (Popular Choice Award) অ্যাওয়ার্ড পায় পরিচালক অরূপ সেনগুপ্ত এর ছবি, “চার এক্কে প্যাঁচ”। যা আমাদের সকলের জন্যে খুবই গর্বের একটি বিষয়। এই স্বল্প দৈর্ঘ্যের ছবিটিতে অভিনয় করেছেন, অসীম রায়চৌধুরী, দেবমাল্য গুপ্ত, ঈশিকা রায়, রজ্জাক হোসাইন, প্রিয়াঙ্কা সরকার। এই ছবির গল্প লিখেছেন বোধিসত্ব মজুমদার। চিত্রগ্রাহক এর দায়িত্বে ছিলেন রতন মন্ডল। মিউজিক এর দায়িত্বে ছিলেন অরিন। ছবিটি প্রযোজনা করেছেন নিখিল আগরওয়াল। বছর শেষে এই অ্যাওয়ার্ডটি এই ছবির সাথে জড়িত সকল মানুষের জন্যে একটি বড় প্রাপ্তি।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x