প্রতিদিনের মতোই ওই দিনটাও শুরু হয় শতরূপের, শহরে তখন কোভিডের বেশ আনাগোনা। রোজকার মতো আজও ঘুম থেকে উঠে সে তৈরি হচ্ছিলো অফিসের জন্য। আর ঠিক সেই সময়েই তার জীবনে ঘটে সেই ট্রেজ্যাডি! একটা বেজে ওঠা ফোনই এক মুহূর্তে পাল্টে দেয় তার জীবন। তারপর শুরু হয় ঘুরে দাঁড়ানোর লড়াই। কিন্তু ওই যে মধ্যবিত্তদের সময়ও বড্ড অসময়ে আসে। অর্পণ ভট্টাচার্য্য এর এই শর্ট ফিল্ম ” THE SUICIDE NOTE”-এ যিনি লিড রোলে অভিনয় করেছে তার নাম সৈকত মিশ্র, এই শর্ট ফিল্ম টা SRI FILMS AND ENTERTAINMENT YouTube Channel থেকে রিলিজ হবে খুব শীঘ্রই
শর্ট ফিল্ম ” THE SUICIDE NOTE” SRI FILMS AND ENTERTAINMENT YouTube Channel থেকে রিলিজ হবে খুব শীঘ্রই
