Shovon Ganguly’s new song “Tumi Ami” from Madhumita Sarkar’s upcoming web series “Uttaran” has been released ………

মধুমিতা সরকারের ইনস্টাগ্রামে হৈ চৈ এর আসন্ন ওয়েব ধারাবাহিক “উত্তরণে” তাঁর ফার্স্ট লুক প্রকাশ করার পর, কিছুদিনের মধ্যেই শোনা গেল পর্ণার মুখে তার বিবাহিত জীবনের কিছু কথা। আর ঠিক তারপরই কিছু মুহূর্ত পূর্বেই , “এস.ভি.অফ মিউসিকের” ইউটিউব চ্যানেলে মুক্তি পেল আসন্ন ওয়েব ধারাবাহিক থেকে “তুমি আমি” গানটি।

এটি একটি রোম্যান্টনটিক সং। গানটিতে পর্ণা-অভি-র একসঙ্গে কাটানো কিছু মুহুর্ত দেখানো হয়েছে। ভালোবাসার মানুষের সঙ্গে একান্তে কাটানো এক একটা মুহূর্ত যে কতটা সুন্দর হতে পারে তা এই গানে স্পষ্ট। গানের কথায় বেপরোয়া এ মন যেন মানতে চায়না কোন বারণ। আর তাই বোধয় আরো অন্তরঙ্গ হতে চায় এই ক্ষণ। শোভন গাঙ্গুলির আবেগপ্রবণ লিরিক্স এবং স্নিগ্ধ মিউসিকে এই গানটি গেয়েছেন শোভন স্বয়ং। এবং গানের ব্যাকগ্রাউন্ডে এই অসাধারণ ভিডিও যা একপলকেই দর্শকদের মন জয় করবে , তার পরিচালনায় রয়েছেন রিক বসু।

গানটি মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গে শ্রোতা-দর্শকদের হৃদয় জয় করে নিয়েছে, গানের সুর ও তার লিরিক্স। মধুমিতা সরকারকেও অনেক ভালোবাসা দিয়েছেন তাঁর অনুরাগীরা । আসন্ন এই ওয়েব ধারাবাহিকটিতেও একেবারে অন্যরকম একটি চরিত্রে কিন্তু দেখা যাবে তাঁকে। তাহলে দেখা যাক এই বছরে মধুমিতা তাঁর অনুরাগীদের মনের আশা কতটা পূরণ করতে পারেন।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x