মুক্তি পেয়েছে সিয়াম আহমেদ এবং পূজা চেরি অভিনীত অ্যাকশন থ্রিলার “শান” ছবির দ্বিতীয় অফিশিয়াল পোস্টার। এই ছবির প্রথম অফিসিয়াল পোস্টার দর্শকদের কাছে এক দারুণ অভিজ্ঞতার শামিল ছিল কারণ প্রথম অফিশিয়াল প্রস্তুতিতে এই ছবির প্রধান চরিত্রে অভিনয়কারী কোন অভিনেতা-অভিনেত্রীর ছবি সেই পোস্টারে ছিলনা।
কিছুদিন আগেই মুক্তি পেয়েছে এই ছবিটির মোশন পোস্টার যেটি দর্শকদের ভালোবাসা এবং প্রশংসা পেয়েছিল। এই ছবিটি জাতীয় দর্শকদের ভালো লাগে। এই ছবির দ্বিতীয় পোস্টারটি দর্শক দের যে খুবই পছন্দের হবে তা বলার অপেক্ষা রাখে না।
“শান” ছবিটির মূল ইউএসপি হল এই ছবির চিত্রনাট্য এবং অ্যাকশন দৃশ্য। এই ছবিটির অ্যাকশন দৃশ্য পরিচালনা করেছেন বলিউডের বিখ্যাত অ্যাকশন ডিরেক্টর আব্বাস আলী মোঘল। আব্বাস আলী মোঘল বলিউডের অন্যতম জনপ্রিয় এবং পরিচিত অ্যাকশন ডিরেক্টর। তাই এই ছবিটিতে সিয়াম যে দারুণ অ্যাকশন করবেন তা বলার অপেক্ষা রাখে না। এই ছবিটিতে একজন পরিনত এবং বুদ্ধিমান অ্যাকশন স্টার হিসেবে আমরা সিয়ামকে দেখতে পাবো। সিয়ামকে অ্যাকশন করতে দেখতে দর্শকেরা খুবই আগ্রহী হয়ে রয়েছে।
এই ছবিটির গল্প লিখেছেন আজাদ খান এবং এই ছবির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন নাজিম-উদ-দৌলা এবং আজাদ খান।
“শান”(Shaan) ছবিটি পরিচালনা করেছেন এম রাহিম। এই ছবিটি প্রযোজনা করেছেন “জাজ মাল্টিমিডিয়া” এবং এম আতিকুর রহমান।
সিয়াম আহমেদ এর বিপরীতে আমরা পূজা চেরি কে দেখতে পাবো। সিয়াম-পূজার জুটিকে আমরা এর আগে “পোড়ামন ২” ও “দহন”ছবিতে একসাথে দেখতে পেয়েছি এবং তাদের জুটি দর্শকদের কাছে খুবই জনপ্রিয়। তাই এই জুটির এই ছবিটি নিয়েও দর্শকদের মধ্যে তুমুল আগ্রহ রয়েছে।
সিয়াম, পূজা চেরি ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন তাসকিন, চম্পা, অরুনা বিশ্বাস, হাসান ইমাম, মিশা সওদাগর, ডন, নাদের, আরমান পারভেজ মুরাদ প্রমূখ।
বলিউডের দুই বিখ্যাত কন্ঠ শিল্পী আরমান মালিক এবং পলক মুচ্ছাল এই ছবিতে গান গেয়েছেন।
এই ছবিটির সংগীত পরিচালনা করেছেন আহমেদ হুমায়ুন ,প্রীতম হাসান, আলভী এবং অভিষেক। এই ছবির গান লিখেছেন এ মিজান, প্রসেন এবং রাহুল।
আগামী ৭ই জানুয়ারি, ২০২২ “শান” ছবিটি বাংলাদেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
মুক্তি পেয়েছে সিয়াম পূজা অভিনীত “শান”(Shaan) ছবির দ্বিতীয় অফিশিয়াল পোস্টার
