অভিনেতা সিদ্ধার্থ ‘আয়ীরাম জেনমঙ্গল’ ছবিটির ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করলেন। এই ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করছেন জিভি প্রকাশ কুমার, ইশা রেবা, নিকেশা পাটেল, সতীশ এবং সাক্ষি আগারওয়াল। এই ছবিটি একটি হরর থ্রিলার হতে চলেছে। এই ছবিটির ফার্স্ট লুক পোস্টার যথেষ্ট প্রশংসা কুড়িয়েছে ইতিমধ্যেই। এই ছবিটি নিয়ে অভিনেতা জিবি প্রকাশ কুমার খুবই উৎসাহী।
Subscribe
Login
0 Comments