সিদ্ধার্থ এবং রিতেশ অভিনীত ‘মরজাভা’ ছবিটি আগামী ৮ই নভেম্বর মুক্তি পাবে। এই ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করবেন সিদ্ধার্থ মালহোত্রা, ঋতেশ দেশমুখ, রাকুল প্রীত সিং এবং তারা সুতারিয়া। গল্প চিত্রনাট্য ও নির্দেশনা দিয়েছেন মিলাপ মিলান জাভেরি। এই ছবিটির সংগীত পরিচালনা করেছে তানিশক বাগচী, মিত ব্রস, ইও ইও হানি সিং, কুনাল রঙ্গন, পায়েল দেব। এই ছবিটির গীত রচনা করেছেন কুমার, ইও ইও হানি সিং এবং কুনাল বর্মা। এই ছবিটি প্রযোজনা করেছেন ভুষণ কুমার, দিব্যা খোসলা কুমার, কৃষণ কুমার, নিখিল আডবানী, মনিশা আডবানী, মধু ভোজবানী। এই ছবিটি আগে ২২ শে নভেম্বর মুক্তি পাওয়ার কথা ছিল কিন্তু জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা আয়ুষ্মান খুরানা অভিনীত ‘বালা’ ছবিটি ওই দিন মুক্তি পাওয়ায় এই ছবিটির মুক্তির দিন পিছিয়ে ৮ই নভেম্বর করা হয়েছে।
Subscribe
Login
0 Comments