সিদ্ধার্থ মালহোত্রার “যোদ্ধা”র যাত্রা আজ থেকে শুরু। সামাজিক মাধ্যমে যোদ্ধার শুটিংয়ের প্রথম দিনের শুরু হওয়ার ছবি প্রযোজনা সংস্থা “ধর্মা প্রোডাকশন” এর পক্ষ থেকে আজ সকালে পোস্ট করা হয়।
প্রযোজক পরিচালক করণ জোহারের এবার তার প্রযোজনা সংস্থা “ধর্মা প্রোডাকশন”র ব্যানারে ভরপুর অ্যাকশন এ ঠাসা ছবি “যোদ্ধা”(Yodha) নিয়ে আসতে চলেছেন আমাদের সামনে। ছবির শুটিং আজ থেকে শুরু হয়েছে।

“যোদ্ধা”(Yodha) ছবিটি পরিচালনা করছেন সাগর আমব্রে এবং পুষ্কর ওঝা।
“যোদ্ধা”(Yodha) ছবিটি প্রযোজনা করছেন করণ জোহর, যশ জোহার, অপূর্ব মোহতা এবং শশাঙ্ক খৈতান।
এই ছবিতে সিদ্ধার্থ মালহোত্রা কে ভরপুর অ্যাকশন করতে দেখা যাবে। ছবির অন্যান্য কাস্ট এখনো চূড়ান্ত হয়নি।
“যোদ্ধা”(Yodha) ছবিটি ১১ই নভেম্বর রুপোলি পর্দায় মুক্তি পাবে। দেখা যাক এই ছবিটি কেমন হয়…