জনপ্রিয় অভিনেতা শিবা কার্তিকায়েনের আগামী ছবির নাম ‘নাম্মা ভেতু পিল্লাই’। এই ছবিটির পরিচালক পান্ডি রাজ। এই ছবিটিতে পান্ডি রাজ পুত্র অনবুকারাসুকে অভিনয় ডেবিউ করতে দেখা যাবে। এই ছবিটিতে প্রধান চরিত্রে শিবা কার্তিকেয়ান, ঐশ্বর্যা রাজেশ, অনু ইমানুয়েল, ভারতী রাজা, সামথিরাকানি, নটরাজ সুরি, যোগী বাবু অভিনয় করেছেন। এই ছবিটির সংগীত পরিচালনা করেছেন ইম্মাম।
Subscribe
Login
0 Comments