শিবা কার্তিকেয়ান অভিনীত ‘হিরো’ছবিটির সেকেন্ড লুক মুক্তি পেয়েছে। এই ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন শিবা কার্তিকেয়ান, কল্যানি প্রিয়াদর্শন, অর্জুন,অভয় দেওয়াল,ইভানা। এই ছবিটি পরিচালনা করছেন পি এস মিথরান। এই ছবিটি প্রযোজনা করছেন কে জে আর স্টুডিওস। এই ছবিটির সংগীত পরিচালনা করেছেন রাজা যুবম। এই ছবিটির অ্যাকশন পরিচালনা করেছেন দিলীপ সুব্বারায়ান। এই ছবিটির ভি এফ এক্স এর দায়িত্ব সামলেছেন শিবকুমার এস। এই ছবিটির ক্যামেরার দায়িত্ব সামলেছেন জর্জ সি উইলিয়ামস্। এই ছবিটি পোশাক ডিজাইন করেছেন পল্লবী সিং।
Subscribe
Login
0 Comments