অভিনেত্রী স্মূর্তি ভেঙ্কট ‘অগ্নি নাটচাথিরাম’ ছবিতে অভিনয় করবেন। এই ছবিতে উদয়া এবং বিদ্যার্থ অভিনয় করবেন। এই ছবিটির শুটিং চেন্নাই, ইয়েলাগীরি, কোয়েম্বাটুর এ হবে। এই ছবিটির সংগীত পরিচালনা করেছেন ওয়াই.আর.প্রসাদ। এই ছবিটির লিরিকস লিখেছেন পা বিজয়। এই ছবিটির একশন নির্দেশনা দিয়েছেন স্টান্ট সিলভা। এই ছবিটি সিনেমাটোগ্রাফির দায়িত্ব সামলেছেন এল.কে বিজয়। এই ছবিটি পরিচালনা করেছেন এসপি জননাথন।
Subscribe
Login
0 Comments