সোশ্যাল মিডিয়া খ্যাত লতা কন্ঠী গায়িকা রানু মন্ডল বলিউডি গানে ডেবিউ করলেন। কলকাতা থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে রানাঘাট স্টেশনে ভারতের কিংবদন্তি সম্রাগি লতা মঙ্গেশকরের গান তার সুরেলা মিষ্টি কন্ঠে গাইতেন ভবঘুরে রানু মন্ডল। প্লাটফর্মে বসে থাকতেন তিনি এবং প্লাটফর্ম দিয়ে আসা যাওয়া করা যাত্রীদের অনুরোধে সুরেলা কন্ঠে লতামঙ্গেসকারের বিভিন্ন গান গেয়ে তাদের মন জয় করতেন। এই রানু মন্ডল সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের গাওয়া এক পেয়ার কা নাগমা হে গানটি ইউটিউবে আপলোড করে ‘বাপের্তা টাউন দা প্লেস অফ পিস’ নামে একটি ইউটিউব চ্যানেল। মুহুর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় এই ভিডিওটি এবং লাইক ও শেয়ার ছড়িয়ে যায় মিলিয়নে। তার গানের গলায় মুগ্ধ হয়ে যান আপামর ভারতবাসী তথা বাংলাদেশে অন্যান্য দেশের শ্রোতারাও। এই গানের মধ্যে দিয়েই রানু মন্ডল তার কন্যা ও তার পরিবারকে ফিরে পান। তার মেয়ে তাকে বাড়িতে নিয়ে যায় এবং রানু মন্ডল কে মুম্বাই, দিল্লি, চেন্নাই, ব্যাঙ্গালোর থেকে বিভিন্ন শো করার জন্য অফার আসতে থাকে। মুম্বাইয়ের একটি রিয়েলিটি শোতে তার ডাক আসলেও পরিচয় পত্র না থাকায় জটিলতা সৃষ্টি হয় এবং তিনি সেই রিয়েলিটি শোতে যোগদান করতে পারেননি। ভারতের অন্যতম জনপ্রিয় গায়ক তথা সংগীত পরিচালক হিমেশ রেশমিয়া তার আগামী ছবি ‘হ্যাপি হার্ডি অ্যান্ড হীর’এর একটি ডুয়েট গান ‘তেরি মেরি’ তেরি মেরি কাহানি’ রানু মন্ডল কে দিয়ে গাওয়ান এবং নিজেও গান। এই গানটি ইমেজ সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে পোস্ট করার পর থেকে এই গানটিও ভাইরাল হতে শুরু করে এবং জনপ্রিয় হয়। গানটি মুক্তি পেলে যে দর্শকদের মন জয় করবে তার গানটির কিছুটা অংশ শুনে বোঝা যাচ্ছে। রানু মন্ডল যে বলিউডে একটি বিশেষ জায়গা অধিকার করবে তা বলার অপেক্ষা রাখেনা। তার গলার কাজ এবং মিষ্টি সুর এখন বলিউডে খুবই বিরল তাই এই গানটির মধ্যে দিয়ে তার বলিউডে ক্যারিয়ার শুরু হয়ে গেল। বেশ কয়েকজন বলিউডি সঙ্গীত পরিচালক বলিউডের গান গাওয়ার জন্য তাকে অফার দিয়েছে এবং দক্ষিণ ভারতীয় ইন্ডাস্ট্রি থেকেও গান গাওয়ার জন্য রানু মন্ডল কে অফার দিচ্ছেন।
Subscribe
Login
0 Comments