সোনাম কাপুর এবং দিলকির সালমান অভিনীত ছবি ‘দ্য জোয়া ফ্যাক্টর’ এর ট্রেলার আগামী ২৭ শে আগস্ট মুক্তি পাবে। এই ছবিটি অনুযায়ী চৌহানের বেস্টসেলার উপন্যাস ‘দ্য জোয়া ফ্যাক্টর’এর গল্প অবলম্বনে নির্মিত হয়েছে। এই ছবিটিতে সোনাম কাপুর জোয়া সিং সোলাঙ্কি নামে একজন বিজ্ঞাপনী সংস্থার এক্সিকিউটিভ হিসেবে কাজ করেন যিনি তাঁর কাজের প্রয়োজনে ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে যুক্ত হন কর্মসূত্রে। একটি বিশেষ ঘটনার মধ্যে দিয়ে ২০১০ সালের ক্রিকেট বিশ্বকাপের জন্য এই জোয়া সিং সোলাঙ্কি ভারতীয় দলের জন্য লাকি চার্ম এ পরিণত হয়।শেষমেষ জোয়া সিং সোলাঙ্কি ভারতীয় দলের অধিনায়ক নিখিল খোদার প্রেমে পড়েন। এই নিখিল খোদা কুসংস্কার বা ওই ধরনের জিনিসে বিশ্বাস করতেন না। এই ছবিটির টিজের ইতিমধ্যে ইউটিউব ট্রেন্ডিং এ উঠে এসেছে এবং সকলেই এই টিজারটির প্রশংসা করছেন।
Subscribe
Login
0 Comments