সুরজ পাঞ্চালি অভিনীত ‘স্যাটেলাইট শংকর’ ছবিটির ট্রেলার মুক্তি পেয়েছে। এই ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সুরাজ পাঞ্চোলি, মেঘা আকাশ।এই ছবিটি পরিচালনা করেছেন ইরফান কামাল। এই ছবিটির প্রযোজনা করেছেন মুরাদ খৈতানি, অশ্বিন ভার্দে, এস সি আই পি এল। এই ছবিটির গল্প চিত্রনাট্য এবং সংলাপ লিখেছেন বিশাল বিজয় কুমার এবং ইরফান কামাল। এই ছবিটির সংগীত পরিচালনা করছেন মিথুন শর্মা, রোচক কোহলি, তানিস্ক বাগচী। এই ছবিটির গান লিখেছেন মিথুন শর্মা এবং কুমার। এই ছবিটি আগামী ১৫ই নভেম্বর মুক্তি পাবে।
Subscribe
Login
0 Comments