টলিউডের গ্ল্যামার কুইন শ্রাবন্তী ফের একবার ঢালিউডের ছবিতে অভিনয় করবেন। এই ছবিটির নাম ‘বিক্ষোভ’। এই ছবিটি পরিচালনা করবেন বসগীরি খ্যাত পরিচালক শামাম আহমেদ রনি। পরিচালকের ‘শাহেনশা’ ছবিটি কিছুদিন পরেই মুক্তি পাবে। এই ‘শাহেনশা’ ছবিতে অভিনয় করেছেন ঢালিউডের সুপারস্টার শাকিব খান। এই ছবিটি বিগ বাজেটের ছবি হতে চলেছে। এই ছবিতে শ্রাবন্তীর বিপরীতে কোন নায়ক কে দেখা যাবে তা এখনো স্থির করা হয়নি। তবে শ্রাবন্তীর সঙ্গে এই ছবিটি নিয়ে প্রযোজকদের চুক্তি ইতিমধ্যে সম্পন্ন হয়ে গেছে। এই ছবিটি প্রযোজনা করবেন স্প্ল্যাশ মিডিয়ার কর্ণধার পিংকি খান। এই ছবিটির মহরত আগামী পয়লা সেপ্টেম্বর হবে বলে জানা গেছে। শ্রাবন্তীকে শেষবার ঢালিউডে তাহসান খানের বিপরীতে ‘যদি একদিন’ ছবিতে দেখা গিয়েছিল। টলিউডে শ্রাবন্তীকে ‘ভূতচক্র প্রাইভেট লিমিটেড’ছবিতে শেষ দেখা গিয়েছে।
Subscribe
Login
0 Comments