অ্যানা বেন অভিনীত মালায়ালাম ছবি ‘হেলেন’ এর লুক পোস্টার মুক্তি পেয়েছে। এই ছবিটি পরিচালনা করছেন মাথুকুট্টি জেভিয়ার। এই ছবিটি প্রযোজনা করছেন বিনীত শ্রীনিবাসন। এই ছবিটি চিত্রনাট্য লিখেছেন আলফ্রেড কুরিয়ান জোসেফ, নোবেল বাবু থমাস এবং মাথুকুট্টি জেভিয়ার। এই ছবিটির সংগীত পরিচালনা করেছেন শান রহমান। অভিনেত্রী অ্যানা বেন ‘কুম্বালাগ্নি নাইট’ ছবিটিতে অভিনয় করে যথেষ্ট প্রশংসা ও খ্যাতি অর্জন করেন।
Subscribe
Login
0 Comments