সানি দেওল এবার পরিচালনার কাজে হাত দিলেন। সানি দেওয়াল তার পরিচালনায় ‘পল পল দিল কে পাস’ ছবিতে তার ছেলে করেন দেওয়ান কে অভিনয়ে ডেবিউ করাচ্ছেন। এই ছবিতে কলোনির বিপরীতে দেখা যাবে শাহারা বাম্বাকে। এই ছবিটি প্রযোজনা করবেন জি স্টুডিও এবং সানি সাউন্ডস্ প্রাইভেট লিমিটেড। ছবিটি ২০ই সেপ্টেম্বরে মুক্তি পাবে।
Subscribe
Login
0 Comments