বলিউড সুন্দরী অভিনেত্রী সানি লিওনিকে ঢালিউড মুভি ‘বিক্ষোভ’ এ দেখা যাবে। এই ছবিতে তিনি অভিনয় করবেন না একটি আইটেম গানে পারফর্ম করবেন। এই ছবিটিতে অভিনয় করবেন টলিউড অভিনেত্রী শ্রাবন্তী। নায়কের নাম এখনো পর্যন্ত চূড়ান্ত হয়নি। এই ছবিটি প্রযোজনা করছেন শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান। এই আইটেম গানটির শুটিং কুড়ি সেপ্টেম্বর এর মধ্যে মুম্বাইয়ে সেট তৈরি করে করা হবে। এই আইটেম গানটির নৃত্য পরিচালনা করবেন ভারতের বড় বব ও পাবন। এই ছবিটির চিত্রনাট্য লিখেছেন দেলোয়ার হোসেন দিল। এই ছবিটির গল্প লিখেছেন এবং পরিচালনা করেছেন বসগীরি খ্যাত পরিচালক শামীম আহমেদ রনি। এই ছবিটির প্রেক্ষাপট ঢাকার রাজপথে সড়ক দুর্ঘটনা নিয়ে। মুম্বাইতে এসে প্রযোজক সেলিম খান সানি লিওনের সঙ্গে চুক্তিতে সই করার পর সানি লিওনের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন।
Subscribe
Login
0 Comments