সানি সিং অভিনীত উজরা চামান ছবিটির ট্রেলার মুক্তি পেয়েছে। এই ছবিটির ট্রেইলার দর্শকদের খুবই ভালো লেগেছে। ইউটিউব এই ছবিটির ট্রেলার ৭.২ মিলিয়ন ভিউজ ইতিমধ্যেই অতিক্রম করে ফেলেছে। এই ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সানি সিং, মানভি গাগ্রো, সৌরভ শুক্লা, অতুল কুমার,গ্ৰুসা কাপুর, গগন অরোরা, করিশমা শর্মা, ঐশ্বর্যা শাকুজা, শারিব হাশমি। এই ছবিটির পরিচালনা করেছেন অভিষেক পাঠক। এই ছবিটি লিখেছেন দানিশ জে সিং। এই ছবিটির প্রযোজনা করেছেন কুমার মঙ্গত পাঠক, অভিষেক পাঠক। এই ছবিটি আগামী ৮ নভেম্বর মুক্তি পাবে। এই ছবিটিতে হানি সিং একজন এমন একটি চরিত্রে অভিনয় করছেন যার ৩০ বছর বয়সেই মাথায় টাক পড়ে গেছে এবং এইটা করার জন্য সামাজিক ভাবে তাকে যে কত অপমান লাঞ্চনা শিকার হতে হয় এবং তাকে নিয়ে মানুষ যে ব্যঙ্গ মজা করে তা দেখানো হয়েছে। এই ছবিটির মধ্যে দিয়ে এটাও দেখানো হয়েছে যে তার টাক পড়ার জন্য তার জন্য কোন উপযুক্ত পাত্রী খুঁজে পাওয়া যাচ্ছে না তার বিয়ের জন্য। এই ছবিটির মধ্যে দিয়ে আমরা জানতে পারব যে সানি সিং যিনি চমন কোহলি র চরিত্রে অভিনয় করছেন উপযুক্ত পাত্রী তার বিয়ের জন্য খুঁজে পান কিনা।
Subscribe
Login
0 Comments