সুপারস্টার আমির খানের মেয়ে ইরা খান ‘ইউরোপিডিস মিডিয়া’থিয়েটার টি পরিচালনা করবেন। এই থিয়েটার টি গ্রীক ট্র্যাজেডি স্টোরিলাইনের উপর ভিত্তি করে গড়ে উঠলেও ভারতের বিভিন্ন শহরের গল্প থিয়েটারটির মাধ্যমে দেখানো হবে। এই থিয়েটার দিক নির্দেশনা এবং চিত্রনাট্য দুটি ইরা খান লিখেছেন। মুম্বাই, চেন্নাই, ব্যাঙ্গালোর, দিল্লি শহরে এই থিয়েটারটির কাজ হবে। এ প্রথমে মুম্বাই থেকে ইরা কাজ শুরু করবেন।
Subscribe
Login
0 Comments