সুপারস্টার ধানুশ প্রভুদেবা অভিনীত ‘ওমাই ভিযহিগল’ ছবিটির ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করলেন। এই ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করছেন সুপার ডান্সার প্রভুদেবা এবং মমতা মোহনদাস। এই ছবিটি একটি ইমোশনাল হরর থ্রিলার হতে চলেছে। এই ছবিটি পরিচালনা করছেন আকাশ। এই ছবিটির ডিউটির দায়িত্ব সামলেছেন বিষ্ণু রামকৃষ্ণন। এই ছবিটির সংগীত পরিচালনা করেছেন এ. এইচ. কাশিফ। এই ছবিটির শুটিংয়ের দায়িত্ব সামলেছেন ফেনী অলিভার। এই ছবিটি প্রযোজনা করছেন ম্যাপল ফিল্মস্।
Subscribe
Login
0 Comments