সুপারস্টার ধানুশ অভিনীত ‘অসুরান’ ছবির দ্বিতীয় লুক পোস্টার মুক্তি পেয়েছে। এই ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ধনুশ, মঞ্জু ওয়ারিয়র, প্রকাশ রাজ, পশুপতি, পবন, সুব্রামানিয়া সিভা, আবুলকালাম নরেন। পুমানি রচিত ‘ভেক্বাই’ থেকে এই ছবিটির গল্প নেয়া হয়েছে। এই ছবিটির চিত্রনাট্যও লিখেছেন এবং পরিচালনা করেছেন ভেত্রিমারান। এই ছবিটি প্রযোজনা করেছেন এস থানু। এই ছবিটির সংগীত পরিচালনা করেছেন জি.ভি. প্রকাশ কুমার। এই ছবিটিতে ধনুশ কে দ্বৈত চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। এই ছবিটি নিয়ে দর্শকদের মধ্যে তুমুল উৎসাহ ও উদ্দীপনা রয়েছে। এই ছবিটি আগামী ৪ই অক্টোবর মুক্তি পাবে।
Subscribe
Login
0 Comments